ক্লান্ত সময়
ক্লান্ত বিকেল আমার অলস বসে থাকা,
একলা বসে শুধু আমার আকশ চেয়ে দেখা।
আকাশে জমছে মেঘ, বাড়ছে ভিড় পথের ধারে,
পাখিরা ফিরছে নিরে,নামছে সন্ধ্যা আবার ক্লান্ত শহরে।
এই নিঃশব্দ সন্ধ্যায় মন ঘরে ফিরতে চায়,
ফিরতি পথে হঠাৎ থমকে দাড়াই কোলাহলের অপেক্ষা্য়
সময় যাচ্ছে পেরিয়ে আসছে গহিন রাত,
তুমি একবার পাসে এসে দাড়াও আমার হাতে রেখে হাত।
অন্ধকার ঘড়ে অলস দেহে নিথর হয়ে পরে থাকা,
ঘুমের ঘোড়ে চখে পাতা খোলা রেখেই নতুন স্বপ্ন দেখা।
নিযুম রাত পেরিয়ে এখন শুধু নয়ুন সূর্যের আলয় তাকিয়ে থাকা,
সেথায় হয়তো মুক্তি আমার, হয়তো আবার শুরু পথচলা।
ক্লান্ত বিকেল আমার অলস বসে থাকা,
একলা বসে শুধু আমার আকশ চেয়ে দেখা।
আকাশে জমছে মেঘ, বাড়ছে ভিড় পথের ধারে,
পাখিরা ফিরছে নিরে,নামছে সন্ধ্যা আবার ক্লান্ত শহরে।
এই নিঃশব্দ সন্ধ্যায় মন ঘরে ফিরতে চায়,
ফিরতি পথে হঠাৎ থমকে দাড়াই কোলাহলের অপেক্ষা্য়
সময় যাচ্ছে পেরিয়ে আসছে গহিন রাত,
তুমি একবার পাসে এসে দাড়াও আমার হাতে রেখে হাত।
অন্ধকার ঘড়ে অলস দেহে নিথর হয়ে পরে থাকা,
ঘুমের ঘোড়ে চখে পাতা খোলা রেখেই নতুন স্বপ্ন দেখা।
নিযুম রাত পেরিয়ে এখন শুধু নয়ুন সূর্যের আলয় তাকিয়ে থাকা,
সেথায় হয়তো মুক্তি আমার, হয়তো আবার শুরু পথচলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন