অনেক কথা বলার ছিল বলতে পারিনি,,,
অভিমানী দরজা টুকু খুলতে পারিনি ।।।
ইচ্ছে ছিল নিরবতার দেয়াল
ভেঙ্গে ফেলি,,,
আমার মনের যত কথা তোমায়
খুলে বলি ।।।
তোমার কাছে যখন ই যাই কী যে আমার
হয়,,,
বুকের ভেতর শব্দ গুলো জমাট বেঁধে রয়
।।।
মেঘের মত আমার এ মন ভীষণ সাদা-
কালো,,,
তোমার মুখের একটু কথায়
জ্বলতে পারে আলো ।।।
অনেক কথা বলার ছিল বলতে পারিনি,,,
অভিমানী দরজা টুকু খুলতে পারিনি ।।।
ইচ্ছে ছিল নিরবতার দেয়াল
ভেঙ্গে ফেলি,,,
আমার মনের যত কথা তোমায়
খুলে বলি ।
.....................................anindita
অভিমানী দরজা টুকু খুলতে পারিনি ।।।
ইচ্ছে ছিল নিরবতার দেয়াল
ভেঙ্গে ফেলি,,,
আমার মনের যত কথা তোমায়
খুলে বলি ।।।
তোমার কাছে যখন ই যাই কী যে আমার
হয়,,,
বুকের ভেতর শব্দ গুলো জমাট বেঁধে রয়
।।।
মেঘের মত আমার এ মন ভীষণ সাদা-
কালো,,,
তোমার মুখের একটু কথায়
জ্বলতে পারে আলো ।।।
অনেক কথা বলার ছিল বলতে পারিনি,,,
অভিমানী দরজা টুকু খুলতে পারিনি ।।।
ইচ্ছে ছিল নিরবতার দেয়াল
ভেঙ্গে ফেলি,,,
আমার মনের যত কথা তোমায়
খুলে বলি ।
.....................................anindita
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন