“যখন রব না আমি মর্তকায়ায়
তখন স্মরিতে যদি হয় মন
তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়
যেথা এই চৈত্রের শালবন |............
মাঝে মাঝে পেয়েছিল আহবান পাঁতি
যেখানে কালের সীমারেখা নেই-
খেলা করে চলে যায় খেলিবার সাথি
গিয়েছিল দায়হীন সেখানেই |............
সে আমারে কে চিনেছ মর্তকায়ায়,
কখনো স্মরিতে যদি হয় মন,
ডেকো না ডেকো না সভা- এসো এ ছায়ায় |
যেথা এই চৈত্রের ধান বন |
,
,
আজও তুমি অনেক দূরে''
তখন স্মরিতে যদি হয় মন
তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়
যেথা এই চৈত্রের শালবন |............
মাঝে মাঝে পেয়েছিল আহবান পাঁতি
যেখানে কালের সীমারেখা নেই-
খেলা করে চলে যায় খেলিবার সাথি
গিয়েছিল দায়হীন সেখানেই |............
সে আমারে কে চিনেছ মর্তকায়ায়,
কখনো স্মরিতে যদি হয় মন,
ডেকো না ডেকো না সভা- এসো এ ছায়ায় |
যেথা এই চৈত্রের ধান বন |
,
,
আজও তুমি অনেক দূরে''
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন